প্রত্যাহ নব গাঁ হেরী মেঘলা বা চকচকে রোদেলা,
মাটি মায়া পথে, দুলবার ঘাস, রোদেলা টিনের চালে,
নরম শীতল কুয়াশার মাঝে, রোদের সোনা হাঁসিতে।।
প্রত্যাহ নব গাঁ হেরী সোনালী আভা ধুসর নীলেতে
সবুজ ধানের ক্ষেতে সাদা বক, ব্যাঙ ঢাকে সন্ধায়।
কামীনি শুকায় সোনা ধান আহা জিরায়ে তরু ছায়,
কেউবা বাতাসে ধান ছেড়ে দেয় ধানের থাকে মাটিতে,
উড়ে যায় ধুলি কনা আর ঘাস বাতাসের সাথে সাথে
টিনের চালায়, বৃষ্টির মিছিল, মক্তবের সকালে।।


মাদক! কিশোর গ্যাং পথে পথে মারামারি জগরায়,
ধূসর মলিন  বেদনা সিক্ত সোনালী আশার গাঁয়।।