তবে কি মন বাউল হবে,
বিখ্যাত এক বাউল!
তোমার তরে সকাল বিকাল,
গাইবো আউল বাউল।


তবে কি মন পাখি হবে,
ভোরের দোয়েল পাখি!
কিচির-মিচির সুরে আমি,
করব ডাকাডাকি।


তবে কি মন পাথর হবে,
স্তব্ধ কঠিন পাথর!
মনের কথা মনে লইয়া,
নীরবে ফেলবো জল।