বাঙ্গালি নারী হয়ে আধুনিকতার নামে,
তোমার মাঝে কেনো অপসংস্কৃতির ছোয়া?
কোমল মতি বাংলা মায়ের জাত হয়ে,
তোমার ঠোঁটে কেনো সিগারেটের ধোঁয়া?


বাংলা মায়ের মায়া জড়ানো আঁচল ছেড়ে,
আমরা কেনো মদ গাজা ইয়াবার আসরে?
স্বৈর শাসন শোষণ নিপীড়নহীন বাংলায়,
নারী কেনো ধর্ষিতা হয়ে ভাসে চোখের জলে?


আকাশ সংস্কৃতির স্পর্শে মেতেছি আমরা,
কেবল নিজেকে নিজে খুন করার উল্লাসে।
বিবেক মনুষ্যত্বকে মাটি চাপা দিয়ে শিক্ষিত,
আমি আমরা কি হতে পেরেছি মানুষ প্রকৃত?


রচনাকালঃ ১৬ জুলাই ২০১৯ খ্রিঃ