প্রতিবাদ
আমি প্রতিবাদ করতে জানি না,
আমার প্রতিবাদ করার ইচ্ছেও নেই।
আমি তো সাধারণ মানুষ।


কে কোথায় পুকুর চুরি করছে,
তা জেনে আমার কি?
গেলে যাবে দেশের দশের।
আমি তো আমজনতা।


আমার ধর্ম স্তব্ধ হয়ে থাকা,
অন্ধের মতো বেঁচে
শুনেও না শুনবার অভিনয় করা।


যদি কিছু দেখে থাকো চোখ হারাবে,
যদি কিছু শুনে থাকো তাহলে
স্ত্রী অথবা কলিজা টুকরো মেয়ের
সম্ভ্রম হারানোর চিৎকার শুনতে হবে।


ভুল করেও যদি সত্য বলতে চাও
মৃত্যু তোমায় উপহার দেওয়া হবে।


আমি কিচ্ছু দেখি নিই শুনি নিই বলি নিই,
আর আমি এভাবে বেঁচে থাকতেও চাই না।
কাপুরুষের মতো আর কত দিন?
চলো সামনে যাই জীবন দিয়ে হলেও
সত্যকে বাঁচাই।


রচনাকালঃ ০১ নভেম্বর ২০১৯ খ্রিঃ