আমার গায়ের মাটি,লেগে আছে এই দেহে
ভালবাসা রয়ে গেছে সবুজ সমারেহে।
মেঘের ছায়া,গাছের মায়া, শরতের নীল রং
কাশ ফোটা ,চর জাগা, কাকরাদের সং।
মিশে আছে সবি স্মৃতির পাজর জুড়ে
ধানের ছড়া তুলেছি,সোনালী ক্ষেতে ঘুরে।
স্পর্শ লেগে আছে মোর ,কৃষকের লাঙ্গলে
রাখালের বাশি ,জেলে ভাইয়ের জালেতে।
পদ চিহ্ন রয়ে গেছে-প্রান্তের প্রান্তের
যত মহল্লা ঘুরেছি দূর দূরান্তরে।
মনে পরে সব স্মৃতি, গন্ধ আশে নাকে
কত আপন,আত্মীয় স্বজন আদর করে ডাকে।।