গরীব হওয়ায় সুখ আছে
নেই চিন্তা কোনো কাজে
দিন এনে দিন খাইয়
পান্তা মরিচ লবণ হলেই
আনন্দের কোনো সীমানাই।
ময়লা জামা ময়লা চাদর
তাতেই লাগে বেশ
সারা দিন ভালো কাটে
নেই তাতে কোনো অবশেষ।
মনের মাঝে অনেক স্বপ্ন
চাহিদার মাত্রাটা দ্বিগুণ
চাওয়া পাওয়ার নাহি শেষ
সুখ আর ভালোবাসায় ভরপুর।
এই  ভাবে থাকবো বেঁচে
গরীবের ও বেশে
মানুষ আমায় কাছে টানবে
আদর করে ভালোবেসে।