ইচ্ছে ঘুড়ি ডানা মেলে উড়তেছে দূর পানে, সময় কাটায় তাল মিলিয়ে বাজছে যে সুর গানে। নাটাই কভু হাত ছাড়া নয় আটকে রাখো হাতে, যতোই উড়ুক উড়তে থাকুক দিবা কিংবা রাতে। বৃষ্টি মূখর রৌদ্র মেঘের চলছে দারুণ আড়ি, একটু খানি দেরি করলে ভিজে ফিরবে বাড়ি। এবার তবে আসছে ধেয়ে ভীষণ বেগে হাওয়া, ছিন্ন ভিন্ন করবে যে সব ইচ্ছে পরীর চাওয়া। নাটাই এখন টানতে থাকো যতো দ্রুত পারো, মেঘ বৃষ্টি যে আপন নয়কো তোমার আমার কারো। আসবে বর্ষণ যখন তখন সময় নাহি মানে, ইচ্ছে ঘুড়ি উড়বে কখন হিসেব তাহা জানে। মেঘের পরে চায় যে যেতে উড়তে উড়তে তবে, রংধনুর ঐ রং লাগিয়ে আবির মাখবে কবে! নীল মেঘের ডানায় চড়ে থাকবে নাকো বাঁধা, রং বেরঙ্গের পসরা সেজে নাচন তুলে রাঁধা। নাচবে সবে হেলে দুলে নুপুর পড়া পায়ে, ইচ্ছে ঘুড়ি নামবে যখন ইচ্ছে পরীর গাঁয়ে।