হারিয়ে গেছি সময়ের কাছে
খুঁজবো গিয়ে কই?
চুল দাড়ি পেকে গেছে
সূর্য ডুবছে ঐ।


চশমা ছাড়া ঝাপসা লাগে
কাছে কিংবা দূরে।
ধীরে ধীরে সময় যাচ্ছে
বয়সের চাকা ঘুরে।


হাটি হাটি পা পা করে
হাটলাম অনেক দূর।
এবার আমি বুঝে গেলাম
জীবন কি মধুর।


নিয়তির কাছে হাত-পা বাধা
দৌড়াবো কি করে?
দ্রুত সময় যাচ্ছে বয়ে
ঘড়ির কাটা ঘুরে।


দাঁতে ব‍্যথা শুনি কম
কানে সমস্যা।
এটা বললে সেটা শুনি
জীবনের নেই আশা।


তবুও মানুষ বাঁচত চায়
অনন্ত কাল ধরে।
খেয়া ঘাটে নৌকা দেখ
গিয়েছে ভিরে।