রাত্রি যখন নিঝুম হয়,
নিস্তব্ধ হয় পৃথিবী,
ঘুমিয়ে পড়েছে পৃথিবী,
নিশ্চুপ রয়েছে সবই।
বনের মধ্যে চলছে যখন,
আলো আঁধারের খেলা,
আকাশ জুড়ে বসেছে তখন,
সহস্র তারার মেলা।
রূপালী জোছনা প্লাবিত করেছে,
সুপ্ত এই প্রকৃতিকে,
তারার আলোয় সাজিয়ে দিয়েছে,
রাতের নিস্তব্ধতাকে।