চার পা ওয়ালা পালকি
যে দিন আসবে তোমার বাড়ি
ছাড়তে হবে এই ঠিকানা
পাবে নতুন একটা বাড়ি


পালকি আসবে সবার বাড়ি
নিতে তোমায় তুলে
ধন সম্পদ টাকা পয়সা
সবই থাকবে পড়ে


বৃদ্ধ যুবক ধনী গরীব
ভেদাভেদ নাহি মানে
পালকি চড়ে যেতে হবে
তোমার আসল ওই আপন ঘরে


সাড়ে তিন হাত সাদা কাপড়
পড়াইবে যখন তোমায়
সাজের পালকি দাঁড়িয়ে থাকবে
তোমার বাড়ির এক কোনায়


মরার পরে কি হবে
কবি কাওসার আলী ভাবছে
পালকি আমায় কখন জানি
তুলে নিয়ে যেতে আসবে।