সবাই বলে স্মার্ট হতে
স্মার্ট হওয়া কি জরুরী?
স্মার্ট হলে নাকি অনেক দাম
অনেক কাজ থাকে এগিয়ে।


টাকা থাকলে স্মার্ট হবো
পেটে ক্ষুধা নিয়ে নয়
রঙিন জামা পড়লে কি আর
তারে সবাই স্মার্ট কয়?


আঞ্চলিক ভাষা বলতে গেলে
সকলে বলে অশিক্ষিত লোক
শুনতে চায় না তাদের  কথা
বর্তমান সমাজের জ্ঞানী কিছু লোক।


শুদ্ধ বানান শিখলে কি আর
সে স্মার্ট  হয়ে যায়?
কৃষকের মাঝেও প্রতিভা আছে
শুধু খুঁজে বের করতে হয়।