ভাত দে
কাওসার আলী সুমন


চাল চোর ডাল চোর
চলছে চোরদের জামানা
দু- মুঠো ভাতের জন্য
হাহাকার করছে সাধারণ জনতা,
ভাত দে বলে চিৎকার করে
কাঁদতেছে অবুঝ শিশু
তাদের মুখের খাবারের জন্য
ছুটতে হচ্ছে চোরেদের পিছু।
দুখিনী মা অশ্রু চোখে
বলছে ভাত দে হারাম জাদা
আমরা কি অনাহরে মরবো
পেটে নিয়ে ক্ষুধার জ্বালা।
আজ নয় কাল
সামনে আছে অনেক দিন
অভিশাপের আগুনে জ্বলতে হবে
ফুরালে তোমার দিন।
ভাত দে বলে উচ্চ সুরে
যখন বলবে জনতা
কি করে বেঁচে ফিরবে
এ কথা কখনও ভাবছো না।