আদিগন্ত সুখের বিন্যাসে গড়া বিস্তৃত পথ!
কিংবা কণ্টকাকীর্ণ বন্ধুর সম্মুখে অনিশ্চায়ন,
জানি তাই শব্দের নিনাদে ধ্বনিত হয় শংকা-
জাহাজী সাইরেন আলো ফেলে ফেলে এগোয়
বরফাচ্ছাদিত সফেদ এক হন্তারক আড়ালে।
ব্যবিলিয়ন থেকে সিন্ধু নয়ত মেসোপটেমীয়া
কখনো বা সাক্ষ্য দেবে শাশ্বত অভিশপ্ত মমী!
এ জীবন কভু পায় নি গো স্বাদ পূর্ণতার, তাই-
অজস্র কবিতার শব্দাবলি তোমায় আঁকে রঙে
গন্ধহীন রঙনের গুচ্ছ একাত্ম লোহিতে রাঙা।