অসহিষ্ণু সময় আঁকড়ে ধরে নিভৃতে।
মনের খোলা বাতায়নে অনাহূত জমা হয়
বিষাক্ত বিষাদ। দহনজ্বালায় পুড়ে অঙ্গার
সবুজ ভালবাসা সব, স্বপ্নের মৃত্যু মিছিল।  
তবু প্রেম ছুটে চলে আস্থার বিনির্মাণে
দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্লান্ত দ্বৈরথাক্রান্ত কায়া মন!  
শেষ বিকেলের আলোয় কালো শাড়ীর মতো
সময়ের অঙ্গ বিছিয়ে ছড়িয়ে পরে অন্ধকার।
পৃথিবী তখন স্বপ্নের শবালয়ে প্রেতায়িত।
ধ্বংসের প্রতীক্ষায় রয় ভালবাসার ইমারত,
যে স্পর্শে সচকিত জেগে উঠেছিলো ভ্রান্ত দুপুর
নির্ভরতার ব্রততী মুছে গেছে অন্ধকারে আজ।
চন্দ্রমল্লিকার তিথি সব আকাশে ধরা দেয় না
কৃষ্ণপক্ষে দেখবে বিজয়ের বৈজয়ন্তী!
মনের জমি দখল হয়েছে আজ, বিষাদে ।