বেলাশেষে এলে। জানি প্রহসনের এক হাসি হাসে সময়
জীবনের অতলান্তে জীবন্ত এক শতায়ু ইপ্সা হয়ে এলে
সুখের অনির্বাণ হেমের গাঢ় ঔজ্জ্বলে স্ফীত আভিজাত্য।
প্রেমের বিনির্মাণে ছুঁতে যাই, ছুটে যাই দৃঢ় আলিঙ্গনে
তীব্র ক্ষুধায় কাতর বুভুক্ষের মত প্রেম চেয়ে বসে থাকি
স্পর্ধায়, কখনো বা অহংকারে নয়ত হৃদয়ের প্রগাঢ়তায়
প্রেমকে বর্ধিত হতে দেই আত্মভোলা চিত্তের নিবিষ্টতায়
দৃষ্টে অদৃষ্টে তুমি জীবন্ত হও প্রাত্যহিকতায়, চঞ্চল হাসিতে
খুঁজে ফিরি বাড়ন্ত প্রেমের প্রসারিত হাত সময়ের ফেরে।
বেলাশেষে লোভ জাগে খুব, নেশাগ্রস্থ প্রেমিকের মত বুদ হতে
ছাপোষা জীবনের প্রতিটি বাঁকে মন তোমাকেই চায়
অবারিত আবেগের বোধনে, উশ্রিংখল শত স্পর্ধায়,
কভু সেলুলয়েডের অক্লান্ত চার্জ ক্ষেপনে, কখনোবা নৈশব্দে
ক্লান্ত পথিক হয়ে শান্ত নরম ঘাস ভেবে লুটিয়ে পড়ি
বুকে টেনে নিও, মাঝে মাঝে প্রেমকে বাড়তে দিতে হয় ।
অবেলার হোক, তবুও প্রেম, তোমার মাঝেই হারাই।