জানি তবু উল্লাস করবে অন্ধকার
তার কালো লকলকে জিভ বিষ ছড়িয়ে যায়
এদিক ওদিক, রক্তাক্ত হয় মূল্যবোধ,
অন্ধকারের বিকট হুংকারে ম্রিয়মাণ হয় সবুজ।
কালো আবরণে ছেয়ে যায় সমাজ। কালো
মুখোশে আবৃত হয় শুভ্রতা। শতশত দোপেয়ি
শুকরের বিজয় উৎসব ধ্বনিত আজ সদর্পে।
সময় নিয়ত ধর্ষিত হয়, সময়ের লজ্জায় বেড়ে
ওঠে অসহায়ের আর্তনাদ, চলে রাশ উৎসব
অন্ধকারের।


চেতনার শেকড়ে শেকড়ে বেড়ে ওঠে অসভ্যতা।
গভীর ঘুমে অথবা অকস্মাৎ গুমে মূল্যবোধ।
পদপিষ্ট সভ্যতারা পুনর্গঠনের স্বপ্ন নিয়ে জাগতে
পারে না আর। অন্ধকারের ভয়াল গহীনে
ধর্ষিতা, লাঞ্ছিতার মত সম্ভ্রমহীন পরে থাকে সে।
আকাশের সব নীল বুকের ব্যথায় চেপে
অবগুণ্ঠন জুড়ে নিয়ে অসহায় মেনে নেয় নির্বাণ,
আঁধারে নিমজ্জন।