হে প্রেমী,
দেখেছ কি চেয়ে তব অন্তর্দৃষ্টে
ব্যথাতুর চিত্তের আস্টে পৃষ্ঠে
যাতনার ঘোরে আমি।


শোন হে প্রিয়া,
অবিনাশী যাতনায় পোড়ে হৃদ আজ  
তবু তোমা স্মরে যাই ভুলে সব লাজ
তুমি হে দুখ-জাগানিয়া!


ওহে তন্দ্রাহরনী
কতশত কবিতায় তুমি অদ্বিতীয়া
গীটারের সুরে সুরে অতুলনীয়া
তবু তব হেলা ভরা চাহনি!