এরপর প্রতীক্ষার অবসানে তুমি এলে ক্ষণিক আলোকছটায়
বিদায়ের পূর্বাভাসে, অথচ অনাদিকাল ধরে রাখার প্রত্যয়ে
মুক্তিকামী সংশপ্তক সৈনিক সেজে দাহ হই যাতনায় অনির্বাণ
হয়তো স্বাধীনতার মতই ঈপ্সিত তুমি, লাল শোনিতের দম্ভ
অবেলার কাব্যে জমে থাকা ধুলো ঝেড়ে জীবন্ত হও নারী
ক্লান্তির বসন ছেড়ে উদাত্ত স্বাধীন দেশের নীল আকাশ হও
প্রসারিত বুকে আলিঙ্গন করো অম্লান, মুহূর্তে মা হয়ে যাও।
জানি প্রতীক্ষার অনলে অভিমান এক উস্কানো হাঁপর,
লোভী হইনি, হয়তো কেবল দ্রোহী হয়েছি কাব্যের বক্ষে।
অনাহূত সময় মাঝে মাঝে দংশন করে স্থবিরতা টেনে
আর ওদিকে নির্বিকার খেয়ালী আমেঝে শোক স্তুপায়িত।
ভালোবাসা এক বড় দ্রোহ, মুক্তিকামী বিপ্লবীর দৃপ্ত অহম
কাব্যের বক্ষে সাজানো শব্দের আকুতি প্রেমিক জানে।