আমি হেনেছি আঘাত জড়তার বুকে
গড়েছি প্রাণের স্পন্দন
আমি কুড়ায়েছি শত গ্লানিময় ব্যথা,
শুন্যতা মাখা ক্রন্দন।


আমি স্বপ্ন এঁকেছি বিষণ্ণতায়
সপ্তবর্ণে বর্নীল
আমি কুন্ঠারে ছুড়ি দুর পানে আর
স্পর্ধারে করি স্বপ্নিল।


আমি নি:স্ব রে করি প্রেমে পূর্ণ,  
গাহি জীবনের গান
আমি ঘৃণ্য রে করি পরম সখা
ভুলে সব অভিমান।


আমি অন্ধকারের করুণ বক্ষে
আলোর স্বপ্ন চাষি
আমি নৈঃশব্দ্যে সুর তুলে হই
কলতান অবিনাশী।