তবু কেউ আসে তিমিরের তিরোধানে প্রভাতী উৎসরণ
আমাদের রক্তে স্নায়ুতে দুর্বার বয়ে যায় সঞ্চারী আশারা
পরাভূত বাস্তব আহত যোদ্ধা হয়ে তুলে নেয় বৈজয়ন্তী
অথবা সংশপ্তক যাত্রির রাত্রির পথ ধরে ভোরের খোঁজ।
আদিগন্ত লিখে গিয়ে কোনো কবি- অবিশ্রান্ত সংলাপ
তোমাতে গড়েছে শত শত কাব্যের বাসন্তী উন্মাদনা!
কখনো আড়চোখে রিকশায় স্পর্ধিত নিমিলিত কায়ায়
তবু এক প্রেম এসে খুলে দিলো হৃদয়ের বন্ধ বাতায়ন,
আমি আজ শিল্পী হই ! তুমিই তবে ক্যানভাসের রঙ।