বৃষ্টি তুমি আমার দুঃখ ছুঁয়ে নামো।
তবু কেন এ দুঃখের শেষ হয়না?
বৃষ্টি তুমি রিমঝিম শব্দে সাজাও বহু সুর তান।
তবু কেন এ মনে বিরহের ছায়া?
বৃষ্টি তুমি মাটি ছুঁয়ে যে সুভাষ ছড়াও,
তুমি কি পারোনা আমার জীবন কেও সুভাষিত করতে?
তোমার স্পর্শে প্রকৃতি যেমন রঙিন হয়,
আমার দুঃখেরা কেন তোমার স্পর্শ পেয়েও
রঙিন স্বপ্নের জন্ম দেয়না?
বৃষ্টি তুমি ঝরো তোমার নিয়মে।
তবে আমার জীবনের ধারাবাহিকতা কোথায়?