মেঘাচ্ছন্ন আকাশ!
রোমান্টিক পরিবেশ।
গুরি গুরি বৃষ্টির মাঝে
তোমার আমার হচ্ছিল দুষ্টু মিষ্টি কথপোকথন।
সেদিন তুমি আবদার করেছিলে
আমায় সাদা শাড়ি কালো পাড়,
খোলা চুল, হাত ভর্তি চুরিতে দেখতে।
আমি সেদিনের সে আবদার রাখিনি।
তুমি রাগ করে কথা না বলে চলে গিয়েছিলে।
আর আমি ছটফট করছিলাম
তোমার রাগ কিভাবে ভাঙানো যায় সে কল্পনায়।
শত চেষ্টা করেও পারলাম না সেদিন
তোমার হাসিটা আবার দেখতে।


আজ দেখো!
মেঘাচ্ছন্ন আকাশ!
রোমান্টিক পরিবেশ।
গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে।
সেদিনের সে আবদার রাখিনি।
ভাবলাম আজ না-হয় সে আবদার রাখি।
তাই তোমার সামনে এসেছি আমি।
তোমার পছন্দের শাড়ি পরে।
তবে সাদা শাড়ি কালো পাড় নয়
লাল বেনারসিতে।
খোলা চুলে নয়
খোঁপা লাল গোলাপে সাজিয়ে।


আমাকে একা এখানে বসিয়ে রেখে
তুমি কিছু না বলে চুপচাপ কোথায় চলে গেলে!
ভেবেছিলাম আবার তোমার আবদার ঠিকঠাক রাখতে পারিনি।
কিন্তু না!
আমার মনের হাজারো প্রশ্ন
হাজারো চিন্তা এক নিমিষেই মিটিয়ে দিলে।


আমার চোখের বাঁধন খুলে
নিজেকে আবিষ্কার করলাম
তোমার চিলেকোঠায়।
তুমি হাটু গেড়ে বসে একগুচ্ছ কদম হাতে
আমাকে আবারও প্রেম নিবেদন করলে।
যেন স্বর্গের সকল সুখ আমার হাতে তুলে দিলে।


গোলাপের পাপড়ি ছড়ানো টেবিল
চারপাশে ছোট ছোট মোমবাতি
জোনাকির মতো জ্বলছিল।
সে সব কিছুর মাঝে তুমি আর আমি
কিছু জোছনা হাতে আমাদের
ভালোবাসার পূর্ণতা দিলাম আরো একবার।