কেমনে বল কইব কথা?
মুখের বাক যে বন্দী,
অন্যায় আর পাপের সাথে
সবাই করে সন্ধি।
সখ করে কখনো যদি
ফিরে চাও অধিকার,
তবে তুমি দেশদ্রোহী
লংঘন করেছ স্বাধীনতার।
অন্যায়, জুলুম, শোষণ পীড়ন
যাই হয়ে যাক যত
মুখটা তবু কুলুপ এঁটে
সইতে হবে শত।
যদিওবা মুখ ফসকে কেউ
একটু কথা কয়
তার ঠিকানা বন্দী খানা
তাইতো এতো ভয়।
এমন করে আর কতো?
চুপটি করে কান্দি
সাহস করে না কইলে কথা
থাকবেই বাক বন্দী।