মালিক তুমি সৃষ্টিকর্তা
লালন পালনকারী
না চাইতেই দিয়েছ সব
আমার মুঠো ভরি।


খুধা পেলে অন্য দাও
তৃষ্ণা পেলে জল,
রোগ সারাতে দিয়েছ জানি
নানা রকমে ফল।


নদীর কলতান,
পাখির কন্ঠে গান,
ফসলে ভরা মাঠ
সকলি তোমার দান।


মাথার উপরে দিয়েছ আকাশ
পায়ের তলায় মাটি
কতো সুন্দর করিয়া ধরণী
সৃজন করেছ খাটি।


তুমি দয়াময়, দয়ালু অসীম
করুণাময় মেহেরবান
কি করিয়া করি যে শেষ
তোমার গুণগান।


চেয়েছি যত, পেয়েছি শত
শুকরিয়া জানাই
শেষ চাওয়া মোর বেহেশত প্রভু
পরকালে দিও ঠাই।