মাটির ঐ দেহ তোমার
মাটিতে যাবে মিশে
তবে কেন দাম্ভিকতা
বড়াই কর কিসে?


যেদিন তোমার ডাক আসিবে
যেতে সেদিন হবে
তোমার ঐ বাড়ি গাড়ি
সবই পড়ে রবে।

মন্দ কাজ আছে যত
সবার আগে তুমি
অহংকার আর হিংসা বিদ্বেষ  
করেছো নিজেই টানি।


ভালো কাজে দাওনি সময়
দিতে শত বাধা
ক্ষমতার দাপটে বুক ফুলিয়ে
চলতে তুমি সদা।


ছেলে মেয়ে ধন দৌলত
কাজ হবেনা তা দিয়ে
এমন জীবন হইলে মরণ
পুড়বে কবরেতে গিয়ে।