নারী জাতি এমন ভাইরে
কথা মানলে ভালো
না মানিলে মুখটি তাহার
হয় যে বেজায় কালো।


কথা যদি একটু খানি
হয়ে যায় কাটাকাটি
তবে সে দিন-রাত ভরে
জুড়বে কান্নাকাটি।


মান যে তাহার ভাঙতে হবে
কি করি উপায়?
ভাবতে ভাবতে ক্লান্ত আমি
হয়ে যাই নিরুপায়।


কত শত চেষ্টা করেও
যখন কাজ নাহি হয়
তখন বল-
কি আর করার?


ভুল না করেও কানটি ধরে
চাইতে হবে ক্ষমা
তবেই তাহার মান ভাঙবে
খুশি হবে নিরুপমা।