চলেই যদি যাবে
তবে;
কাছে এলে কেন?

ভুলেই যদি যাবে  
তবে;
কথা দিলে কেন?

হারিয়েই যদি যাবে
তবে;
দেখা দিলে কেন?

ভালোই যদি বাসবে
তবে;
কষ্ট দিলে কেন?





ঢাকা
১৮/০৬/১৭