কষ্টের কতটা গভীর ক্ষত
আমি সযতনে পুষে রেখেছি
হৃদয়ের অতলে,
তুমি তার কিছুই দেখনি
তুমি তার কিছুই জাননি
হেয়ালী মেয়ে।


কতটা দগদগে পোড়া ঘা হৃদয়
আমি সযতনে লুকিয়ে রেখেছি
জীর্ণ শীর্ণ  বুকের পাঁজরে,
তুমি তার কিছুই দেখনি
তুমি তার কিছুই জাননি
হেয়ালী মেয়ে।


কষ্টের কতটা গভীর অতলে
আমি ডুবেছি ; ডুব সাঁতারে
ডুবে ডুবে আমি
কেবলি ভেসেছি
কেবলি মরেছি।


কেবলি জ্বলে জ্বলে
কেবলি পুড়ে পুড়ে
আজ শিখা অনির্বাণ হয়েছি।
তুমি তার কিছুই দেখনি
তুমি তার কিছুই জাননি
হেয়ালী মেয়ে।


কতটা কষ্টে আজ আমি নষ্ট,
কতটা জ্বলে জ্বলে আজ আমি ভ্রষ্ট।
তুমি তার কিছুই দেখনি
তুমি তার কিছুই জাননি।


হেয়ালী মেয়ে!
হেয়ালী বুঝ!
কষ্ট বুঝ না!


যা গিয়েছে সব আমারি গেছে
কার কী তাতে!
কার কী তাতে!



ঢাকা
০৪.০৬.২০১৭