যে যুবক একদিন
তুলে ছিল ঝড়,
নারীর গোপন সুরঙ্গে।
হায় কালের নির্মম স্রোত,
সে এখন বৃদ্ধ
কাঁপে থরথর।

যে নারী যৌবনে
একদিন কাঁপিয়েছিল
পুরুষের গোপন বাহুবল।
হায় কালের নির্মম স্রোত,
সে আজ বৃদ্ধা
নিরব নিথর।

হায় কালের নির্মম স্রোত।
হায় কালের নির্মম স্রোত।      



ঢাকা
১৯/৫/২৪