তোমার জন্য মেঘ এনেছি,
এনেছি এক মুঠো বৃষ্টি।
মেঘের শীতল ছায়ায়  ভেসে বেড়াবো দু'জন;
বোশেখী ঝড়ে তুমুল বৃষ্টিতে জুড়াবো তপ্ত প্রাণ।

ঝড়ো হাওয়ায় আমাদের কষ্ট গুলো সব উড়ে যাবে।
শ্রাবণের বৃষ্টিতে আমাদের দুঃখ গুলো সব ধুয়ে যাবে।
আমরা হব ফের স্নিগ্ধ শুভ্র,
আমরা হব পাপ পঙ্কিলতাহীন নিষকলংক।

মেঘ এনেছি তোমার জন্য।
বৃষ্টি এনেছি তোমার জন্য।

চল ভেসে ভেসে দু'জনে মেঘের দেশে যাই।
বৃষ্টি স্নানে দু'জনে ফের নির্মল পবিত্র হই।




ঢাকা
১৯/৬/১৭