তোমাদের এই ইট পাথরের ব্যস্ত
নগর ছেড়ে, আমি চলে যাব
দূর বহু দূর।
সব কিছুু পায়ে ঠেলে
চলে যাব,
মানুষ নামের কীটদের থেকে
দূর বহু দূর।


কংক্রিটের ব্যস্ত শহরে
মাতালের উৎসব,
ক্ষু্ধার্ত মানুষেরা
ফুটপাতে  হাঁটে,
অনাহারী কংকাল গুলো
ভাগাড়ে ছোটে।


চারদিকে শুধু ধূধূ
নিকষ কালো
গাঢ় অন্ধকার।
ঠুনকো মানবতা,
ভালবাসা মরীচিকা!
প্রেম ধুলিস্যাৎ।


আমি চলে যাব
তোমাদের এ পাথর হৃদয়
দু'পায়ে মাড়িয়ে,
প্রভুদের অট্রালিকা অহমিকা
সব ভেঙ্গে গুড়িয়ে, চূর্ন বিচূর্ণ
করে চলে যাব
মানুষ নামের দানবদের থেকে
দূর বহু দূর।