চলে যেতে চাইলে - যাও।

অন্য কোথাও যদি
ঢের সুখ পাও;
তবে যাও।    

আমি তোমায় পিছু ডাকবো না।
আমি তোমায় পিছু ফেরাবো না।

তুমি সুখী হলে জেনো
আমি হবো মহা সুখী,
তুমি দুঃখী হলে জেনো
আমি হবো চির দুঃখী

চলে যেতে চাইলে যাও,
আমি পিছু ডাকবো না।  

ঢাকা
১৮/৬/১৭