তুমি একবার কাছে ডাকলে
আমি চলে আসব সব কিছু ফেলে।
সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে
পাহাড় পর্বত বন জঙ্গল সব ডিঙিয়ে
আমি চলে আসব।
আমি চলে আসব
তোমার কাছে
শুধু তোমার কাছে।

তুমি একবার কাছে ডাকলে
আমি সব বাধা পেরিয়ে
নিন্দুকের মুখে থুথু মেরে
পাষাণের নিষ্ঠুর বুকে লাথি মেরে
চলে আসব তোমার কাছে
শুধু তোমার কাছে।

তুমি একবার কাছে ডাকলে
ট্রেন বিমান রকেট সব ছাড়িয়ে
বজ্রানলের বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে
চলে আসব তোমার কাছে
আমি চলে আসব
শুধু তোমার কাছে।

তুমি একবার কাছে ডাকলে
আমি ফের সাপের ঝুড়িতে রাখব হাত।
বিশ্ব সংসার তন্নতন্ন করে
বিশ্ব সংসার লন্ডভন্ড করে
খুঁজে আনব বাইশটি নীল মনি।
খুঁজে আনব বাইশটি নীল গোলাপ।
তোমার পায়ে রাখব
কষ্টের বাইশটি নীল মনি
কষ্টের বাইশটি নীল গোলাপ।

তুমি শুধু একবার ডেকে দেখ
আমি বাধন হারা পাখির মতো ডানা মেলে
অতীত কষ্ট নিন্দুকের গ্লানি সব পায়ে ঠেলে
চলে আসব তোমার কাছে
শুধু তোমার কাছে
শুধু তোমার কাছে।

ঢাকা
৯/৬/১৭