খুব ভোর বেলা মাঝে মাঝে তুমি
হাঁটতে বেড়োও একাকী,আমি জেনেছি।
সেদিন আমি দীর্ঘ প্রতীক্ষায় থেকেছি ;
অধীর আগ্রহে তুমুল তারুণ্যে অপেক্ষা করেছি।
তোমাকে দেখার বড়ো স্বাদ হয়,
কতদিন তোমাকে দেখিনা।
তোমাকে দেখব বলে
শুধু তোমাকে একটু দেখব বলে
কতটা দীর্ঘ পথ আমি হেঁটে এসেছি।

তোমাকে দেখব বলে মেঘ কে বলেছি  
আজ সূর্যকে একটু ঢেকে রাখতে,
সূর্যকে করজোড় মিনতি করেছি
আজ একটু শীতল হতে।
আজ আমার প্রিয়া একটু হাঁটতে বেড়োবে,
আজ বহুদিন পর ওকে একটু দেখব।
আকাশকে বলেছি - হে আকাশ
আজ তুমি কেঁদোনা
তুমি কাঁদলে চোখের জলে
প্রিয়তমা আমার ভিজে যাবে।

জানি না ওর কি হয়েছে,
প্রিয়া আমার এখন প্রায় সময়ই অসুস্থ থাকে।
ওকে তুমি আজ ভিজিয়োনা আকাশ ;
ওর ঠান্ডা জ্বর নিউমোনিয়া লাঞ্চে পানি হবে।

মেঘ সূর্য  আকাশ ওরা সবাই
আমার কথা রেখেছে।
শুধু তুমি কথা রাখনি
এতটুকু কাছে আসনি।

তোমাকে একটু দেখব বলে
আজও আমি দীর্ঘ প্রতীক্ষায় বসে আছি
শকুন চিল তীর্থের কাক হয়ে।

ঢাকা
৩০/৫/১৭