আমি যেমন পুড়েছি তিলে তিলে,
তুমিও পুড়বে একদিন অনুতপ্তের অনলে।
পুড়বে তুমিও তিলে তিলে প্রেমানলে,
জ্বলবে তুমিও ধীরে ধীরে চিতানলে।


আমি পুড়েছি - তোমাকে পোড়াবো।
আমি জ্বলেছি - তোমাকে জ্বালাবো।


আমি যেমন কেঁদেছি লুকিয়ে  নির্জনে,
তুমিও একদিন কাঁদবে নীরবে গোপনে।
আমি যেমন ভেসেছি হেলার অথৈ জলে,
তুমিও ভাসবে একদিন প্রায়শ্চিত্তের নোনা জলে।


আমি কেঁদেছি- তোমাকে কাঁদাবো।
আমি ভেসেছি - তোমাকে ভাসাবো।



ঢাকা
১৩.০৬.২০১৭