আমি কোনদিনও আর নতজানু ভিখেরীর মতো
তোমার সামনে এসে দাঁড়াবো না।
কোনদিনও দাঁড়াবো না আর আমি
নষ্ট প্রেমের কষ্ট নিয়ে,
দাঁড়াবো না আর আমি কোনদিনও
নষ্ট ভালবাসার গভীর দুঃখ নিয়ে।


সেদিন কথায় কথায় হঠাৎ মুঠো ফোনে
পাষাণ মূর্তির মত বললে -
ভুলে যাও আমাকে।
বেশ করেছ - বেশ বলেছ।
তুমি দেখো একদিন
আমিও ভুলে যাব সব
শৈশবের সুতা কাটা হারানো ঘুড়ির মতন।
আমিও ভুলে যাব সব
কৈশরের হাত ফসকে উড়ে যাওয়া
অভিমানী গ্যাস বেলুনের মতন।
ভুলে যাব আমি সোনালী সজল শৈশব,
ভুলে যাব আমি রুপালী রোদেলা কৈশর।
ভুলে যাব তারুণ্যের সীমাহীন উল্লাস,
ভুলে যাব যৌবনের উপেক্ষিত পঁচিশটি বসন্ত।
ভুলে যাব আমি - সব ভুলে যাব।


কথা দিলাম কবিতার কসম খেলাম
কোনদিনও আর দাঁড়াবো না আমি
দগদগে পোড়া ঘা হৃদয় নিয়ে,
কোনদিনও দাঁড়াবো না আর আমি
নির্লজ্জ ঘৃণিত ন-পুংশক হয়ে।
কোনদিনও দাঁড়াবো না আর আমি
কোনদিনও আর..........



ঢাকা
১৩.০৫.১৭