তার পাথুরে শহরে গিয়েছিলাম দেখতে,
তার গুলিস্তায় গিয়েছিলাম শুকতে,
তার মৌচাকে হাত দিইনি, তবুও-
তার ক্রোধে, পূব গগনের লালচে আভা শাণিত হলো মম চিত্তে!


এক রাশ গ্লানি শিরে, যবে ডুব দিলাম বিষাদের দরিয়ায়-
যেন তলিয়ে গেলাম ভাবনার গহ্বরে।
ক্ষুধা পেটে অতৃপ্তির ঢেঁকুর তুলে হারিয়ে গেলাম-
অজানার ভিড়ে!