তিন অক্ষরের জীবন বয়ে চলছে নিয়ম করেই।
পাখিদের গান, নদীর কলতান, স্নিগ্ধ ভোর, তপ্ত রোদ;
সব- সবই।
অথচ আমি চলছি নিয়ম করেই-
অনিয়মে;
কি এক আবদার মেটাতে পারিনা-
এ জীবনের!


সবাই হাসে,
বসন্তে ঝরা বৃক্ষে আবারও পাতা আসে;
পদদলিত হওয়া দূর্বা ঘাসও আবার মাথা গজায়;
উত্তাল সমুদ্রে হারিয়ে যাওয়া নাবিকও
একদিন বাড়ি ফিরে।


কিন্তু আমি- তীরে বসেই নীড় হারাচ্ছি বারবার;
এক অদ্ভুত টান আমায় ক্লান্ত করে-
হারিয়ে যাই, হারিয়ে যাই- নিয়ম করে!


রচনাকাল:
১৭.১০.২০২৩