ডুবে যায় তরী মোর
বেলা অবেলা
কাহারে শুধাই মম
মনের' জ্বালা
মাঝ নদে বসে আমি
চিকরায়ে কাঁদি
পারে বসে মিনু মোরে
ভাবে অপরাধী
সূর্য হেলিয়া গেলো
উঠে গেলো চাঁদ
ঘুমাবে সে কার বুকে
নাই কোন কাঁধ
আমি ডুবি নদী জলে
নাই কোন চর
পারে বসে মিনু কি
বাঁধে নয়া ঘর?
মিনু মিনু করে আমি
ডাকি তাহারে
পারে বসে দেখে মোরে
বলে, "আহারে"
ভালো আছো নয়া ঘরে
নয়া সোয়ামী
মিনু বিনে আমি বলো
থাকি কি দামী?
চলে গেলাম দূরে, নিয়ে
প্রেম আরতি
মুছে দিতে পারবে কি
সিঁথিরও স্মৃতি?


০২.০১.২০২৪
দুপুর- ২.৩০ মি.