নারী হইয়া জন্মিছো মাগো, নারী হইয়াই মরো,
নারীবোধ তোমা প্রাণ শক্তি, এটাই আকড়ে ধরো।
নারী হলো মাগো তৃষ্ণার জল- নারী হলো মাগো মধু,
কামিনী, হেনার গন্ধ ছড়ায়- যবে সাজে নারী বধূ।


গুন্ঠন তার দেহ রক্ষি, কোমলতা বারিধারা,
স্বামী বেচারা হেরিয়া সে'রূপ- হয়ে যায় দিশেহারা।
ভালোবাসা, স্নেহ, মমতার জল মিশে হয় একাকার,
নারী বনে যায় শখার দেহের- অমূল্য অংকার।


নারী নারী গানে মুখরিত ধরা; নারীর মূল্য বুঝ?
নারী নয় কোন বাজারের মাল, স্লোগানেই হবে কুঁজো।
নারী হলো দাদা বাগানের ফুল- বাগানেই লাগে বেশ,
কোন মহোদয় কাটিলে সে'ফুল, ঝরে যায়- হয় শেষ!


পাখি যদি চায় মাছ হইতে, মাছ হতে চায় গাধা,
হবেনা এমন, আমি তুমি না- প্রকৃতি দিবে বাঁধা।
চেতনা বাজের চেতনার নদে; ভাসায় অনেকে পাল,
শেষে-
জীবন খাতার অংক মিলেনা, পরে যায় দাগ লাল!


ফুল ভালো লাগে লাল রঙে আর- কবিতা লাগে ছন্দে,
নারী ভালো লাগে সংসারে আর- স্বামী ঘামের গন্ধে।
খাল ভালো লাগে কস্তুরী আর- সাগর ঢেউ তরঙ্গে,
বধূ যদি হয় স্বামীর তরে- ভালোবাসা থাকে তুঙ্গে।


১৪.০৬.২০২২
রাত ০২.৩৮ মিনিট