নিয়ম করেই ঘুরে অনিয়মের চাকা- দিনরাত;
যেনো- দম ঘুটে মারা যায় নীতি,
দুর্নীতির কাঠগড়ায়!


নীতির নিক্তিতেই শুরু হয় বিশৃঙ্খল,
তখনই মাথা চাড়া দেয় অনিয়ম।
এখানে- নীতি ডুবে-মরে অন্ধকারের গহ্বরে;
সুযোগে অনিয়ম দাপড়ে বেরায়-
জাত-পাত ভেদে সকল রিক্তের বক্ষ!


রচনাকাল:
০৯.০৪.২০২৩