কত শত প্রেয়সীর ভিড়ে ভুলিয়া গিয়াছি তোমায়,
মিথ্যা আবেগ মিশ্রিত করে আর ডেকোনা আমায়।
প্রণয়ী ছিলাম যখনে আমি- হেলায় দিয়াছো ফেলে,
তবে কেনো আজ, বিদায় বেলায়- নয়ন ভেজাও জলে।


মনে আছে মোর সে বেলার কথা- আবেগ সিক্ত চোখে,
বলেছিনু আমি ভালোবাসি তোমা, পুরিয়া রাখিব বুকে।
সেইতো ছিলো শেষ কথা অগো- আরতো হয়নি দেখা,
ভাগ্য হয়নি সহায়- সখী ললাটেই নেই লেখা।


কেঁদেছি আধারে সয়েছি যাতনা- নির্ঘুম যামিনী,
পাষাণ হৃদয়ে তবুও ফুটেনি, প্রেম-প্রীতি কামিনী।
লাল রঙা মধু ভালোবাসা চেয়ে, নীল রঙা পেয়ে ব্যাথা,
অবজ্ঞা আর তিরস্কারের- পরিলাম মালা বৃথা।


সব ভুলিয়া পিছন ঘুরিলাম- নতুন প্রিয়ার আশে,
নভঃ হতে মোরে ডাকে সে- 'সুজন আছি তো তোমার পাশে'।
বহু কেঁদেছি আর পারিনা, জল নেই মোর নলে,
আত্মা প্রীতি শিখেছি প্রিয়- আসবো'না তর ছলে।



১২.০৬.২০২২
রাত ১২.২৫ মিনিট