রিক্ত বক্ষে দাহন যাতনা, পেটে নাহি তার অন্ন
পের্ণাম হেরি কন্ঠে যাহারা পরেয়াছো তব স্বর্ণ,
রিক্ত মরে অন্ন বিরহে সাধু সাব বাঁচে স্বর্ণে
হায় মহিয়ান ধন্য আমি মানব রূপে জন্মে!


গোধূলির সব ধূসর মিলায়ে রিক্ত নিত্য সাজে
মহাজন বাড়ি পুষ্প ফুটিলেও সুকরুন সুর বাজে,
বলি আর কটা দিন ধৈর্য ধরো আবেগ মাখো চোখে,
না'হয় কল্পনাতেই সিংহাসন আর রাজ্যে নিও লুটে!


রিক্তের দাহন
০৭.০৫.২০২২
কাজী দ্বীন'ইসলাম