সাধুর সঙ্গ ধরো তুমি তবেই আত্মা হবে তূর,
নইলে খাবে মনের বাঘে রিপুর ঘোরে হইবি চোর!


সাধু সঙ্গ অমূল্য ধন লিখা আছে কিতাবে,
সাধু প্রেমে রও মজিয়া সাধুতে মুক্তি পাবে।
সারে তিন হাত দেহখানা রতির গিরে আছে তর,
মিশলে প্রেমে সাধুর রঙে পালাবে তর দেহ চোর।


বুকে আল্লাহ চোখে রসূল মুখে চুমো গুরুর পা,
গুরুর যত্ন প্রেম রত্ন গুরুতেই আছেন খোদা।
আত্ম ভুলে গুরুর পায়ে আপন শির কে করো চূর,
তবেই পাবে প্রেম সুধা বাণী চিরন্তন নিগূঢ়।


রচনাকাল-
২৩.১১.২৩