শুভ্র মেঘ,
উড়ে বেড়ায় অবিরত নিরাবেগ
নেই তার চলার কোন গতি....
বিচরণ ক্ষেত্র তার বিশ্ব-প্রকৃতি।


অতিকায় পাহাড়,
দাঁড়িয়ে ছিল, মন করে ভার
কি জানি কি হয়েছিল তার..
তাকায় মেঘ পানে চোখ করে আড় !


শুধায় মেঘ,
ও পাহাড়, কি তোমার ভাবাবেগ ?
"হয়েছে কি, আমায় বল দেখী"
মনটা কেন খারাপ, কারনটা কী ?


পাহাড় বলে,
সবাই তো আপন নিয়মে চলে
আমি দাঁড়িয়েই থাকি ঠায়.....
নিয়ে চলো আমায়, মেঘের নায়।


মেঘ-পাহাড়,
সে কি তাদের ভাবের বাহার !
ভাব জমেছে দুজনে খুব......
যেন প্রেম যমুনায় দিচ্ছে ডুব !


আকাশ-মাটি,
জমেছিল প্রেম দারুন-খাটি।
হঠাৎ এলো প্রচণ্ড বেগে ঝড়,
উড়িয়ে নিল শুভ্র মেঘের স্তর।


এখন পাহাড়,
কারো সাথেই কথা বলেনা আর
কেউ দেখেনা তার ভেতরের কান্না
বুক চিড়ে বয়ে যায়, অশ্রুত বন্যা
যাকে বলি আমরা, পাহাড়ি-ঝর্ণা।