অন্তীম নগরে শুরু হয়েছে
রাধা কৃষ্ণের খেলা
যায় চলে যায় দিবস বেলা
শেষ তবু নয় ভবের খেলা
মেলার মাঠে মেলা বসেছে
শেষ হবে কাল সন্ধ্যা বেলা
হরেক লোকের আনাগোনা
চলছে পন্যের বেচাকেনা
বাবা তুমি হাত ছেড়না
হারিয়ে গেলে পথ পাবো না
মেলায় আমায় কে ঘুরাবে
নাগর দোলায় কে চড়াবে
খুশি আমার কান্না হবে
যখন এ পথ একলার হবে
কখনও লাগেনি একটু ব্যথা
বছর যুগ এক আগের কথা
আজও এসেছি মেলার মাঠে
পদ জুগলে একলা হেটে
উত্তরে নাকি মেঘ জমেছে
ছাতাও আমার ভেঙ্গে গেছে
জানি বৃষ্টি আসলেই ভিজতে হবে
ভেজা শরীরে ফিরতে হবে...