ভোর বেলায় হিমেল হাওয়ায়,
শিশিরে ভেজা ঘাস ফুল।
গোলাপ, গাঁদা ফুটেছে বাগানে,
গাছ তলায় ঝরা বকুল।
অতিথি পাখির কোলাহল,
মুখরিত করে মোর অন্তর।
মিষ্টি রোদের অপেক্ষায়
বসে থাকি নিরন্তর।
উঠান কোনে খড়-কুটা পুড়িয়ে,
আগুন পোহাই নিরালে।
খেজুর রসের ম ম গন্ধ
ভেসে বেড়ায় বাতাসে।