স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পরেছিলাম বাল্যকালে।
বাংলার মধ্যে ইংরেজি বলি এখন যৌবন কালে।
ছয় অক্ষর এর মাদার শব্দ বলিব না আর।
এক অক্ষর এর মা শব্দ বলিব বার বার।
ফাইল পত্রে ইংরেজিতে করে স্বাক্ষর।
ক্ষত করেছি বাংলা অক্ষর।
ভাষা যুদ্ধে শহীদ হইলো ছাত্র জনতা সৈানিক।
ইংরেজি সংস্কৃতি আঁকড়ে ধরে আমরা চলি দৈনিক।
বুকের রক্ত বিলিয়ে দিলো রফিক, সফিক, জব্বার।
বাংলা সংস্কৃতি বিকৃত করে আমরা চলিব না বার বার।
আবার আশিল ফাল্গুনের সেই দিন।
শহীদের রক্তের কাছে বাঙ্গালী জাতী হয়েছে ঋণী।
ঋতুর রাজা বসন্ত মাসের রাজা ফালগুণ।
ফুলে,ফুলে মৌ মাছি করে গুণ,গুণ।
ফালগুণের বিভিন্ন রং এর ফুল।
শহীদ মিনারে দিতে করিব না ভুল
আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
আমার ভাই এর রক্তে রাঙ্গানো আশিল সেই ফাল্গুন।
নিভেছিল উর্দু ভাষার আগুন এটা কি ভুলিতে পারি ?