ইংরেজি মাস হলো নভেম্বর
ভাই চাচারা হয়ে এলো মুক্তিযুদ্ধের বর।
যুদ্ধে ঋাপিয়ে পরবে
সোনার বাংলা মুক্ত করবে।
চতুর দিকে শুরু হইলো গুলা-গুলি।
ডালে ডালে ছুটা ছুটি করে শালিক পাখি গুলি।
হেসে হেসে বললেন দাদা গরু।
সারাদেশে স্বাধীনতার বাতাস সবে শুরু ।
মুক্তিযুদ্ধের বিজয় হলো।
বিজয়ের নিশান হাতে নিল।
কেঁদে  কেঁদে  বললেন দাদা গরু
যুদ্ধে গিয়ে শহিদ হলো আমার ছোট ভাই নরু ।
হাজারও নরু শহিদ হইলো।
বাংলা জাতি শত্রু মক্ত হইলো
মুক্ত আকাশে পাখি উড়ে।
গ্রামে গ্রামে স্বাধীন  বাংলার পতাকা উড়ে।
দিনটি ছিল ১৬ ই ডিসেম্বর ১৯৭১ সাল
বাঙালি জাতি ধরিলো নতুন জীবনের হাল।
নতুন প্রজন্মে আসিবে যারা।
বিজয় দিবস পালন করিবে তারা।
নতুন প্রজন্মে আসিবে যারা।
স্বাধীনতা দিবস পালন করিবে তারা।