বলে গেলেন এক বৃদ্ধ,
শহরে বেধেছে যুদ্ধ।
সালটি ছিল ১৯৭১,
ভয়ে ডরে হইলাম কাতর।
বললেন দাদা গরু,
সারাদেশে যুদ্ধ হয়েছে শুরু।
ও দাদা যুদ্ধ হবে কেন...?
আরে ভাই বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীন হবে যেন।
সামনে পাইলো যারে,
চোখ বাধিলো তারে।
নিয়ে গেল রাজাকারে,
আজও খোঁজ পেল না তারে।
কত মা ছেলে হারালো,
কত বোন বিধবা হইলো।
কয়েক দিন পরে....
শরীর ভেজা ঘামে,
শরনার্থী এলো গ্রামে।
শিক্ষিত ছিল গ্রাম,
শরনার্থী করিলো শুনাম।
ঘর-বাড়ি ছাড়িল যারা,
শরনার্থী হইল তারা।
আশ্রয় দিল ভারত,
রক্ষা পেল বাঙালি জাতির ইজ্জত।
ভাই চাচা যুবক যারা,
মুক্তিযুদ্ধে গেলেন তারা।
কাছেই ছিল মহা ভারত,
দলনেতা ছিল চাচা হযরত।
বঙ্গবন্ধুর ডাকে ছাড়িল মাকে
দেশ করিবো স্বাধীন,
থাকবে না কেউ পরাধীন।